By HindusthanSamachar | Publish Date: May 18 2018 3:46PMপাটনা : কর্নাটক মডেলকে সামনে রেখে বিহারেও সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল আরজেডি। শুক্রবার বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে রাজ্যে বৃহত্তমদল হিসেবে তাদের সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।