Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 19, 2019 | समय 21:45 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘বিবাহ অভিযান’ –র পোস্টার

By HindusthanSamachar | Publish Date: Apr 17 2019 8:14PM
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে  ‘বিবাহ অভিযান’ –র পোস্টার
কলকাতা,১৭ এপ্রিল(হি.স.) : লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে অভিনেত্রী মিমির নাম নথিভুক্ত হওয়ার পরই, পরিচালক বিরসা-র নতুন ছবি ‘বিবাহ অভিযান’ থেকে সরে যান মিমি | আর তারপর থেকেই বিতর্কের মধ্যে পরে পরিচালক বিরসা দাশগুপ্তর নতুন ছবি ‘বিবাহ অভিযান’| তবে, সেসব বিতর্ক পেরিয়ে শেষপর্যন্ত প্রকাশ্যে এল ‘বিবাহ অভিযান’ ছবির প্রথম পোস্টার। ''বিবাহ অভিযান'' ছবির যাত্রা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। বিতর্ক কম হয়নি বিরসা দাশগুপ্তর এই ছবি নিয়ে। লোকসভা ভোটে দাঁড়ানোয় ছবি থেকে শেষমূহুর্তে সরে এসেছিলেন মিমি চক্রবর্তী। সেই জায়গায় অবশ্য এসেছেন বাংলাদেশের নুসরৎ ফারিয়া। ‘বিবাহ অভিযান’ ছবির প্রথম পোস্টরে দেখা যায় রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, অনির্বান ভট্টাচার্য্য ও প্রিয়াঙ্কা সরকার কে। তিন নায়ককে দেখা গেছে বিয়ের সাজে ।‘বিবাহ অভিযান’ ছবির গল্প আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া। দুই প্রিয় বন্ধুর গল্প। একজন বয়সে একটু বড়, তার সম্বন্ধ করে বিয়ে হয়েছে। কালো-বেঁটে বলে একটু বেশি সময়ও লেগেছে বিয়ে হতে। যেটা করছে রুদ্রনীল। আর অন্য ছেলেটি করছে অঙ্কুশ। যে ভবানীপুরের ফরসা, গোবেচারা যুবক। এককথায় ভাল টিপিক্যাল বাঙালি ছেলে, পাড়ায় যার ভদ্র বলে সুনাম। রুদ্রর সঙ্গে যার সম্বন্ধ করে বিয়ে হয়েছে সে হল সোহিনী। এই মেয়েটি শাখা-পলা, সিঁদুর পরা ঠাকুরভক্ত, সিরিয়াল যার ধ্যানজ্ঞান। ওদিকে তার বর রুদ্র খুব লজিক্যাল। নিজের কমপ্লেক্স থেকে সে সাজে বেশি, চাকরি ভালই করে, খুব হেল্পফুলও। অন্যদিকে অঙ্কুশ দেখে একটি মেয়ে কুকুর নিয়ে আন্দোলন করছে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং প্রতিবাদী এই মেয়ে। জিনস কুর্তা পরে, মিনিম্যালিস্ট সাজ তার। এমন একজন ছেলেকে বিয়ে করতে চায় যে রান্না করবে, এদের প্রেম হয়ে যায়। এভাবেই এগোবে ছবির গল্প। অনির্বাণ আর প্রিয়াঙ্কার গল্পটা অবশ্য ধোঁয়াশাই রেখেছেন পরিচালক। হিন্দুস্থান সমাচার/পায়েল/ কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image