Hindusthan Samachar
Banner 2 रविवार, अप्रैल 21, 2019 | समय 09:39 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

নুসরাতকে নিয়ে ছবি হচ্ছে, তৈরি হয়েছে ব্যান্ডের গান

By HindusthanSamachar | Publish Date: Apr 17 2019 8:11PM
নুসরাতকে নিয়ে ছবি হচ্ছে, তৈরি হয়েছে ব্যান্ডের গান
ঢাকা, ১৭ এপ্রিল (হি. স.) : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। মাদ্রাসার অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ জানালে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে অধ্যক্ষ-বাহিনী। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ঝন্টু ছবি নির্মাণের ঘোষণা দিলেন। এই ছবিটির নামও হবে ‘নুসরত’। চলচ্চিত্রটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। নির্মাতা বলেন, "বাংলাদেশে এখন নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়ে গেছে। ক্রমাগত বাড়ছে এটি। এভাবে চলতে থাকলে পুরোদেশ তো নারীদের জন্য অনিরাপদ হয়ে যাবে। এই নির্মমতার জন্য নুসরাতের মতো সুন্দর একটা জীবন চলে গেল। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারি না আমি। তাই দায়িত্ববোধ থেকেই ছবিটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।" এ বছরই ছবির শুটিং শুরু করার ইচ্ছে পরিচালকের। নুসরাতের আগুনে পুড়ে মৃত্যুর কষ্ট ছুঁয়ে গেছে চিরকুট ব্যান্ডের সদস্যদেরও। তাই তারা নুসরাত স্মরণে তৈরি করেছে নতুন গান ‘মানুষ’। ১৬ এপ্রিল এটি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। ভিডিওর শুরুতে লেখা আছে, ‘সব বৈশাখে রং থাকে না। নুসরাতের জন্য গাইতে হলো।’ কণ্ঠের পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমি। সুমি জানান, হতাহতের ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে। তবে প্রতিবাদী নুসরাতের ঘটনা আমাদের ভীষণভাবে দাগ কেটে গেছে। গানের প্রসঙ্গে এই গায়িকা আরও বলেন, ‘পারলা দয়াল পারলা, এই মরারেই মারলা...’। বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ার ঠিক শেষ মুহূর্তে জানিনা নুসরাতের এমনটাই মনে হয়েছিল কি না। এপারে জীবন ভার, রূঢ়, বর্বর। ওপারে তুমি নিশ্চয় ভালো থাকবে নুসরাত। এদিকে যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। তিন ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে পুলিশ বুধবার তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুস সালামকে মারধর করার সময় পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এক শিক্ষার্থীর অভিভাবক আবদুস সালামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিভাবকরা অভিযোগ করেন, এই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। এ নিয়ে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মেয়েরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের কাছে খুলে বলে। এ বিষয় নিয়ে তাঁরা কয়েকজন অভিভাবক এদিন বিদ্যালয়ে যান। হিন্দুস্থান সমাচার/ বাসুদেব/ শ্রেয়সী / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image