Hindusthan Samachar
Banner 2 रविवार, अप्रैल 21, 2019 | समय 10:17 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

অসমে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্ৰাৰ্থীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধজনিত মামলা

By HindusthanSamachar | Publish Date: Apr 17 2019 8:01PM
অসমে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্ৰাৰ্থীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধজনিত মামলা
গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : অসমে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্ৰাৰ্থীর বিরুদ্ধে আদালতে চলছে বিভিন্ন অপরাধজনিত মামলা। সকলেই অবশ্য তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে প্রদত্ত শপতনামায় স্পষ্ট করে মামলাগুলির তথ্য উল্লেখ করেছেন। এক্ষেত্ৰে সবার শীর্ষে আছেন ৩ নম্বর ডিফু সংসদীয় আসনে বিজেপি প্ৰাৰ্থী হরেনসিং বে। হরেনসিঙের বিরুদ্ধে রয়েছে দুটি অপরাধঘটিত মামলা। ডিফু থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮/৩৬৫/৩৪/৩৬৮/৩৬৪/১২০(বি)১২১/১২২/১২৩ নম্বর ধারায় ৪৩/৯৭ নম্বরে এক এবং একই বছর একই থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলাও নথিভুক্ত হয়েছে। দ্বিতীয় মামলা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮/৩৬৪(এ)/৩৪/১২০(বি)/১২০(এ)/১২২/১২৩/৩৬৮/৩০২(১-০ আৰ্মস অ্যাক্ট) ধারায় ১৯৩/৯৭ নম্বরে রুজু হয়েছিল। হরেনসিং বে-র বিরুদ্ধে হত্যা, অপহরণ, অর্থ দাবি, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্ৰদ্রোহ ইত্যাদি মামলা এখনও চলছে। প্রসঙ্গত, হেরনসিং বে প্রাক্তন জঙ্গি নেতা এবং বর্তমানে কারবি স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (ইএম)। নির্বাচন কমিশনের নয়া ফরমান অনুযায়ী তিনি তাঁর অপরাধজনিত যাবতীয় তথ্য সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে বর্ণনা করেছেন। তাছাড়া, ২ নম্বর শিলচরের সাংসদ তথা কংগ্রেস প্ৰাৰ্থী সুস্মিতা দেবের বিরুদ্ধে ৩০৩/২০১০ নম্বরে মামলা ঝুলছে। তাঁর বিরুদ্ধে শিলচরে পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬-এর ১৫ নম্বর ধারা এবং পুরসভার সলিড ওয়েস্ট আইন ২০০০-এর বলে মামলা করা হয়েছিল। অপরাধজনিত মামলা চলছে গুয়াহাটি উচ্চ আদালতে। অন্যদিকে, ১ নম্বর করিমগঞ্জ সংসদীয় কেন্দ্রে কংগ্ৰেস প্ৰাৰ্থী স্বরূপ দাস জাল নথিপত্ৰ ব্যবহার তথা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে চলতি বছর ভারতীয় ফৌজদারি দণ্ডিবিধির ১৯৬/৩৭০/৩৭১ নম্বর ধারায় ৯২/১৯ নম্বরে কাটলিছড়ে থানায় একটি মামলা রুজু হয়েছিল। মামলাটি এখনও ঝুলছে। এছাড়া, ১০ নম্বর নগাঁও সংসদীয় আসনে তৃণমূল প্রার্থী সহদেব দাসের বিরুদ্ধেও মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে শিলাপথারে আসু কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছিল। তাঁর বিরুদ্ধে রয়েছে বেআইনিভাবে জমায়েত, বিনা অনুমতিতে অন্যের সম্পত্তি হস্তক্ষেপ, হত্যার হুমকি এবং সম্পত্তি ধ্বংসের মামলা। তাঁর বিরুদ্ধে ধেমাজি সেসন জজ আদালতে মামলা চলছে। এদিকে, দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় নির্বাচনি ময়দানে অবতীর্ণ প্ৰাৰ্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাঁদের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্ৰিধারীদের সংখ্যা ২৬। বাকি ২৪ জন প্ৰাৰ্থী নিম্ন-স্নাতক। পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্ৰধান দুই জাতীয় দল কংগ্ৰেস এবং বিজেপি-প্ৰাৰ্থীদের মধ্য মঙ্গলদৈয়ের ভুবনেশ্বর কলিতা (কংগ্ৰেস), শিলচরের সুস্মিতা দেব (কংগ্ৰেস), নগাঁওয়ের প্ৰদ্যুৎ বরদলৈ (কংগ্ৰেস), শিলচরের রাজদীপ রায় (বিজেপি), ডিফু-র বীরেনসিং ইংতি (কংগ্ৰেস) স্নাতকোত্তর ডিগ্ৰিধারী। শিলচরের বিজেপি প্রার্থী রাজদীপ রায় অস্থি বিশেষজ্ঞ ডাক্তার। হিন্দুস্থান সমাচার / এসকেডি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image