Hindusthan Samachar
Banner 2 गुरुवार, मार्च 21, 2019 | समय 07:02 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

ট্রাকের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন, ঝলসে গেলেন পাঁচ ব্যক্তি

By HindusthanSamachar | Publish Date: Nov 10 2018 9:35PM
ট্রাকের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন, ঝলসে গেলেন পাঁচ ব্যক্তি
ছতারপুর, ১০ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ছতারপুর জেলার অড়ছা রোড থানার অন্তর্গত নওগাঁও রোডে অবস্থিত ট্রান্সপোর্ট নগরে শনিবার একটি ট্রাকের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন লেগে ট্রাকটিতে থাকা পাঁচ জন ব্যক্তি ভয়ানকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের নিকটবর্তী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার ট্রান্সপোর্ট নগরে দুপুর সাড়ে ৩টে নাগাদ একটি ট্রাকে বিল্ডিংয়ের কাজ করছিল ট্রাকচালক এবং কিছু মিস্ত্রি। কিন্তু অসাবধানতা বশতঃ বিল্ডিংয়ের সময় ট্রাকটির ব্যাটারির তার বার করা যায়নি যার ফলে ট্রাকের ডিজেল ট্যাঙ্কটি ফেটে যায়। ট্যাঙ্ক ফেটে ট্রাকটিতে আগুন ধরে যাওয়ায় কাছে দাঁড়িয়ে থাকা কিছুও ব্যক্তি ও মিস্ত্রিসহ মোট পাঁচ ব্যক্তি ঝলসে যায়। গুরুতর জখম অবস্থায় তাদের আনন ফাননে জেলা হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ট্রাকটিতে আগুন লেগে ট্রাকটিরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক অংশ জ্বলে গিয়েছে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলেও জল কম পড়ে যাওয়ায় আগুন পুরোপুরি নেভানো যায়নি। সূত্রের খবর, ট্যাঙ্ক ফেটে দুর্ঘটনায় জখম ব্যক্তিদের মধ্যে সানার রোড নিবাসী সুরজ রৈকবার, জিতেন্দ্র, পঞ্চান্ন বছর বয়সী রাধেলাল বিশ্বকর্মার পুত্র জগমোহন, বড়া মালহেরা নিবাসী প্রকাশ সাহু, এবং নয়া মহল্লা নিবাসী সোহেলের পুত্র রাজ্জু খানের নাম জানা গেছে। এরা প্রত্যেকেই জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ট্রাকের মধ্যে ইউরিয়া ছিল বলে জানা যায়। ট্রাকটির নম্বর এম পি ১৬ এইচ ১৮৯৯। ট্রাকটিকে রৈকবার ভাটার গ্যাস বিল্ডিংয়ের দোকানে দাঁড় করিয়ে বিল্ডিংয়ের কাজ চলছিল। সৌভাগ্যক্রমে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি কারণ নিকটেই ওই দোকান লাগোয়া একটি পেট্রোল পাম্পও রয়েছে। নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের কাছাকাছি কোনও গ্যাস বিল্ডিংয়ের দোকান থাকা উচিত নয়। কিন্তু প্রশাসনের অসচেতনতাতেই প্রশাসনকে উপেক্ষা করে ছতারপুরের প্রধাণ চার-পাঁচটি বাস স্টপেজের নিকটবর্তী পেট্রোল পাম্পের পাশেই গ্যাস বিল্ডিংয়ের দোকান রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। হিন্দুস্থান সমাচার/ শ্রেয়সী/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image