By HindusthanSamachar | Publish Date: Oct 13 2018 10:08PM
গুয়াহাটি, ১৩ অক্টোবর, (হি.স.) : প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীকে অসম থেকে প্রেরিত খুনের হুমকি সংবলিত এক ই-মেল বার্তায় দিল্লি পুলিশের কালোঘাম ছুটেছে। প্রেরিত বার্তায় কেবল হুমকি দিয়েই ক্ষান্ত থাকেনি, প্রধানমন্ত্রীকে কোন দিন খুন করা হবে তা-ও জানিয়েছে দুষ্কৃতী।
এই ই-মেল বার্তায় বলা হয়েছে, চলতি ২০১৮ সালের নভেম্বরের মধ্যে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীকে যে কোনও উপায়ে খুন করা হবে। ই-মেলটি দিল্লির জনৈক পুলিশ সুপারের আইডিতে গিয়েছে বলে জানা গেছে। তাছাড়া নভেম্বরের কোন তারিখ তাঁকে খুন করা হবে তা-ও নাকি নির্দিষ্ট করে লেখা রয়েছে ই-মেলে। দিল্লি পুলিশ কর্তৃপক্ষ এই ই-মেল পেয়ে অসম পুলিশ এবং রাজ্যের গৃহ দফতরের শীর্ষ মহলকে জরুরি বার্তা পাঠিয়েছে বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে। এতে বলা হয়েছে, অসমের কোনও একটি জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি সংবলিত এই ই-মেল পাঠানো হয়েছে। অতএব বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অসমের পুলিশ প্রশাসনকে বলেছে দিল্লির সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।
এদিকে বিষয়টি নজরে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরেও। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় বিষয়টির তদন্ত সাপেক্ষে শীঘ্র ব্যবস্থা নিতে কেন্দ্র নির্দেশ দিয়েছে রাজ্যকে।
হিন্দুস্থান সমাচার / এসকেডি\