Hindusthan Samachar
Banner 2 सोमवार, फरवरी 18, 2019 | समय 05:16 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

বহুক্ষণ রাস্তায় পড়ে শিশু,অমানবিক চিত্র চুঁচুড়ায়

By HindusthanSamachar | Publish Date: Oct 13 2018 9:48PM
বহুক্ষণ  রাস্তায় পড়ে শিশু,অমানবিক চিত্র চুঁচুড়ায়
হুগলী,১৩ অক্টোবর (হি.স.): চতুর্থীর সকালে অমানবিকতার নির্দশন দেখা গেল শহর চুঁচুড়ায়। পুজোর ব্যাস্ততায় কারোর নজর পড়ল না রাস্তায় পরে থাকা ছোট্ট অন্তরের দিকে। স্কুলে যাওয়ার পথে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যায় অন্তর। অভিযোগ প্রথম বর্ষের এক কলেজ ছাত্র ছাড়া উপস্থিত সকলেই তৃতীয় শ্রেনীর ওই ছাত্রকে না দেখার ভান করে চলে যায়। অবশেষে চন্দননগর খলিসানী কলেজের ওই ছাত্র উত্তম মন্ডলের কৃপায় চুঁচুড়া বিষহরিতলা বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রের ঠাঁই হয় চুঁচুড়া সদর হাসপাতালে। বর্তমানে অক্সিজেন ও স্যালাইন নিয়ে সেখানেই ভর্তি অন্তর। খবর দেওয়া হয়েছে তার বাবা পেশায় দিনমজুর বিকাশ রায়কে। হাসপাতালের প্রশ্ন অন্তরকে তুলতে এত অন্তর কেন? চুঁচুড়া আইমাডাঙ্গা পশ্চিমপাড়ার বাসিন্দা উত্তম জানায় বোনকে স্কুলে দিতে যাওয়ার পথে দেখেছিলাম শিশুটি পড়ে রয়েছে। তার চারপাশে লোক থাকলেও কেউ সেভাবে শুশ্রুষার জন্য এগিয়ে আসেনি। বোনকে স্কুল থেকে দিয়ে আসার পরও দেখি শিশুটি তখনও পড়ে রয়েছে। দর্শকদের ভিড়ও কমে গেছে। উত্তম বলে অচেনা অপরিচিত শিশুটিকে আমি কিভাবে হাসপাতালে নিয়ে যেতে পারি তা ভেবে বেশ ভয় হচ্ছিলো। একজন দু''জন করে বড় দাদা-কাকাদের অনুরোধ করলেও কেউ আমার পাশর দাঁড়ায়নি। পরে প্রায় চল্লিশ মিনিট পর পাড়ার কার্ত্তিকদাকে দেখে ঘটনার কথা বলতেই তার সহযোগিতায় একটি টোটোতে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। এখন ওর অবস্থা স্থিতিশীল শুনে বেশ ভালো লাগছে। কোদালিয়া ১নং গ্রাম পঞ্চায়েত সদস্য কার্তিক মহান্তি বলেন দু''জনেই তো ছোট। ভাবতে অবাক লাগে কিশোর উত্তমের মধ্যে যে চিন্তাভাবনা তা প্রাপ্তবয়স্ক কারোর মাথাতে এলোনা কেনো? বহু মনীষীরাই বলে গেছেন ছোট্ট শিশুর মধ্যেই তো থাকে ভগবান! তাহলে পুজোর ব্যাস্ততায় কেনো রাস্তায় পরে থাকবে একটি অসুস্থ শিশু। তাই মহা চতুর্থীর দিন বিশ্বকবির সেই বিখ্যাত লাইনটি আবার মনে পরে যায় "তোমার পুজোর ছলে, তোমায় ভুলেই থাকি! হিন্দুস্তান সমাচার /শমিত/
लोकप्रिय खबरें
चुनाव 2018
image